Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ৩০ জুলাই ২০২১, ১৫ শ্রাবণ ১৪২৮

এই খবর সম্পূর্ণ মিথ্যে বললেন যশ দাশগুপ্ত

যশ দাশগুপ্ত

যশ দাশগুপ্ত। একটা সময় 'বোঝেনা সে বোঝেনা' সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর বড় পর্দায় নাম লেখান। বেশ কিছু ছবি মুক্তি পেলেও সাফল্যের দেখা তেমন পাননি। তবে নায়িকা নুসরাত জাহানের সঙ্গে প্রেমের কারণে এসেছেন আলোচনার তুঙ্গে।

অন্তঃসত্ত্বা নুসরাতের সন্তানের বাবা নাকি এই যশ। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই।

ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনার পর তিনি জাতীয় স্তরের হিন্দি ওয়েব সিরিজের শুট দিয়ে অভিনয় দুনিয়ায় ফিরছেন বলে শোনা যায়। কারও দাবি, একাধিক নতুন ছবিতেও নাকি স্বাক্ষর করে ফেলেছেন যশ। আরও রয়েছে ছোট পর্দায় অভিনেতার ফিরে আসার গল্প।

এ ব্যাপারে নায়ক জানালেন, তিনি ছোট পর্দায় ফিরছেন না। এই খবর সম্পূর্ণ মিথ্যে।

টেলিপাড়ার আগাম ভবিষ্যদ্বাণী, স্টার জলসার আগামী ‘মাইন্ড গেম শো’ –এ নাকি যশের সঞ্চালনার একটি বড় সম্ভাবনা রয়েছে।

নায়ক যশের শেষ কাজ অংশুমান প্রত্যুষের ‘এসওএস কলকাতা’। ছবিতে তার বিপরীতে ছিলেন টালিউডের দুই সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান। তারপর রাজনীতিতে পা রাখেন অভিনেতা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মনোনীত হন। তবে জয় লাভ করতে পারেননি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS