• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কাজী আরিফের মরদেহ আসছে মঙ্গলবার সকালে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৭, ১১:৩৬

প্রখ্যাত আবৃত্তিকার, স্থপতি ও মুক্তিযোদ্ধা কাজী আরিফের মরদেহ মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। রোববার সকালে আরটিভি অনলাইনকে মোবাইলফোনে জানালেন উত্তর আমেরিকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদ।

তিনি জানান, এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে কাজী আরিফের মরদেহ ঢাকায় আনা হবে। রোববার আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকায় বাদ মাগরিব স্থানীয় সময় ৭টা ৪৫ মিনিটে তার প্রথম জানাজা হয়।

উত্তর আমেরিকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তার কফিনের ওপরে সম্মাননা স্বরূপ জাতীয় পতাকা দেয়া হয়। এসময় মুক্তিযোদ্ধা, আবৃত্তিশিল্পী ও নাট্যকর্মীরা তাকে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রীয় খরচে তাঁর মরদেহ বাংলাদেশের পৌঁছানোর ব্যবস্থা করেছেন সেখানকার কনসোলেট জেনারেল শামীম আহসান।

কাজী আরিফের লাইফ সাপোর্ট খুলে নেয়ার সময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার দুই বোন ও মেয়ে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসকেরা তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন।

নিউইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে কাজী আরিফের লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।

দীর্ঘদিন থেকে অসুস্থ কাজী আরিফের হার্টের ভাল্ব অকেজো হলে তাকে ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে ভর্তি করা হয়। গেলো মঙ্গলবার ভাল্ব পুনঃস্থাপন ও আর্টারিতে বাইপাস সার্জারি করা হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়া হয়।

১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে জন্ম নেন কাজী আরিফ। বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে। সেখানেই তার পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্যে হাতেখড়ি হয়।

১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে বুয়েটে পড়াশোনা শুরু করেন। এর পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চাও চালিয়ে যান তিনি।

নিউইয়র্ক থেকে জানাচ্ছেন উত্তর আমেরিকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিথুন আহমেদ।

এইচএম/সি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh