• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষণবিরোধী চলচ্চিত্র

‘আজ দীপার সবকিছু ভালো লাগছে’

আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২১, ১৫:৩৭
জ্যোতি সিনহা

ধর্ষণ একটি মেয়ের জীবনে কী বিপর্যয় তৈরি করতে পারে, তার এক অভিনব রূপায়ন নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আজ দীপার সবকিছু ভালো লাগছে'।

ধর্ষণের শিকার দীপার পরবর্তী একটা দিনের ভোর থেকে রাত অবধি ভারসাম্যহীন ক্রিয়াকলাপ একেবারেই ভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে। দীপার সবকিছু ভালো লাগে, কারণ সেদিন সন্ধ্যায় সে কিছু একটা পরিকল্পনা করে রেখেছে। নিজেকে ভালো বা স্বাভাবিক রাখার অস্বাভাবিক চেষ্টার মধ্য দিয়ে এক সময় দীপা প্রস্তুতি নিতে থাকে সেই চরম প্রতিশোধের। কিন্তু দীপা কী পারবে?

সিনেমাটিতে দীপার চরিত্রে অভিনয় করছেন মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতি সিনহা। চলচ্চিত্রে এটি তার ডেব্যু। ৩৮ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় বলতে গেলে তিনি একাই পুরোটা সময় জুড়ে স্ক্রিনে থাকছেন।

সিনেমাটির গল্প-চিত্রনাট্য-সংলাপ ও পরিচালনায় শুভাশিস সিনহা। সিনেমাটোগ্রাফিতে আছেন আবিদ মল্লিক। সাথে আছে একঝাঁক তরুণ কলাকুশলী।

'তাহারা' নামের এক নতুন অডিও-ভিজুয়াল প্লাটফর্ম থেকে ধর্ষণবিরোধী এই সিনেমাটি নির্মিত হয়েছে।

সিনেমাটি প্রকাশের জন্য ওটিটি প্লাটফর্মের সাথে কথা চলছে বলে জানালেন নির্বাহী প্রযোজক উত্তম কুমার সিংহ।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh