logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০১৭, ১৮:০৫
আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৮:১৭

‘আবার রহস্য’র জালে মিম চৌধুরী

তরুণ প্রজন্মের অভিনেত্রী মিম চৌধুরী। বিজ্ঞাপন, উপস্থাপনা, নাটকের পাশাপাশি বড় পর্দায় কাজ করছেন তিনি।

এর আগে ‘ভালোবাসা এক্সপ্রেস’ ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে তাকে।

মিম অভিনীত ‘গোয়েন্দাগিরি’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এটি পরিচালনা করেছেন নাসিম সাহনিক। একই নির্মাতার ‘আবার রহস্য’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম।

মিম বলেন, গোয়েন্দাগিরিতে আমি শখের গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলাম। ভীষণ ভালো লেগেছিল। আশা রাখি দর্শক বেশ পছন্দ করবে। ফেসবুক ও ইউটিউবে এ ছবির অফিসিয়াল ট্রেইলার প্রশংসিত হচ্ছে।

নতুন ছবি নিয়ে মিম বলেন, অভিজাত এলাকায় খুনের রহস্য উন্মোচনের কাহিনি নিয়ে ছবিটি তৈরি হবে। এতে মডেলের চরিত্রে অভিনয় করছি।
আম্মাজান ফিল্মসের প্রযোজনা ও পরিবেশনায় তৈরি হবে ছবিটি।

পরিচালক নাসিম বলেন, আমার আগের ছবিতে ভালো  অভিনয় করেছে মিম। আশা করছি নতুন ছবিতেও সে ভালো করবে।

এইচএম

 

RTV Drama
RTVPLUS