Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৫ জুন ২০২১, ১১ আষাঢ় ১৪২৮

বিনোদন ডেস্ক

  ১৭ মে ২০২১, ১৪:৫০
আপডেট : ১৭ মে ২০২১, ১৪:৫৪

অপুর সঙ্গে জয়ের ‘প্রেম প্রীতির বন্ধন’

ছবিতে অপু-জয়।

তরুণ প্রজন্মের আলোচিত নায়ক জয় চৌধুরীর সঙ্গে ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস নতুন ছবিতে জুটি বাঁধলেন। নাম ‘প্রেম প্রীতির বন্ধন’।

উপমা কথাচিত্রের ব্যানারে নির্মিত ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন তারা।

আজ সোমবার দুপুরে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এরপরই শুটিং শুরু হয়। জানা গেছে, প্রথম লটে একটানা ১২ দিন শুটিং করা হবে।

এ ব্যাপারে আরটিভি নিউজকে জয় চৌধুরী বলেন, হিটম্যান ছবিতে আমি এবং অপু বিশ্বাস সহশিল্পী হিসেবে কাজ করেছি। এবার প্রথমবার জুটি বেঁধে কাজ করছি। অপু বিশ্বাস অনেক বড় মাপের শিল্পী। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ হবে বলে আশা করছি।

অপু বিশ্বাস বলেন, নতুনদের মধ্যে জয় ভালো কাজ করছে। কাজের প্রতি খুব আন্তরিক। এই চেষ্টাটা ধরে রাখলে আগামী দিনে সে আরও ভালো করবে। আমাদের নতুন ছবিটির গল্প সুন্দর। দর্শকরা এটি পছন্দ করলে কাজের সার্থকতা আসবে।

এ ছবিতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

এম

RTV Drama
RTVPLUS