• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলেখার ক্ষোভ

বিনোদন ডেস্ক

  ২৯ এপ্রিল ২০২১, ২১:৩৩
শ্রীলেখা মিত্র, টালিউড, অভিনেত্রী,
শ্রীলেখা মিত্র

বিভিন্ন ইস্যুতে সরব হন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বাম ঘরানার রাজনৈতিক দলের সমর্থক।

উচিত কথা বলতে পিছপা হন না তিনি। ভারতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৩০ লাখা ৮৪ হাজার ৮১৪। এমন পরিস্থিতিতে কিছুদিন আগেই উত্তরপ্রদেশে অক্সিজেন সরবরাহের অভাবে ৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

রাজ্যের অক্সিজেন ঘাটতি প্রসঙ্গে আবার ভিন্ন মত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তার ভাষ্য, উত্তরপ্রদেশে অক্সিজেনের কোনও অভাব নেই। উত্তরপ্রদেশে অক্সিজেন সংকট নিয়ে সমালোচনা করা হলেই গ্রেপ্তার করা হবে। এমনই খবরের স্ক্রিনশট শেয়ার করেই যোগীকে একহাত নিয়েছেন শ্রীলেখা।

এমন অবস্থায় যোগীর সমালোচনার পাশাপাশি ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করোনা মোকাবিলায় নানা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছেন শ্রীলেখা।

ঐশানী মোহান্তি নামের ১০ বছরের এক শিশুর রক্তের প্রয়োজন। তার যোগাযোগের ঠিকানা শেয়ার করেছেন তিনি। আবার করোনা পজিটিভ হলে কী ধরনের খাবার খাওয়া উচিত সেই তথ্যও জানিয়েছেন।

তিনি লিখেছেন, এই লোকটাকে বাংলায় ঢুকতে দেয়া বন্ধ করা হোক। ভালো লোকগুলো মরছে এই আপদটা মরছে না কেন?

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী লাপাত্তা
X
Fresh