logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

শচীনের বায়োপিকের মুক্তি ২৬ মে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৪ এপ্রিল ২০১৭, ১৮:৪৫ | আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৮:৫৩
আসছে ২৬ মে মুক্তি পেতে যাচ্ছে ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে সিনেমা 'শচীন : এ বিলিয়ন ড্রিমস'।
 
শচীন টেন্ডুলকার নিজেই বৃহস্পতিবার এক টুইট বার্তায় ছবির ট্রেইলার আত্মপ্রকাশ করে বিষয়টি জানান।

পরিচালনা করেছেন জেমস এরকিনস। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অস্কার বিজয়ী এ আর রহমান।
 
১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ বিজয়ের সময় কোনো এক ঘটনায় অনুপ্রাণিত হন শচীন। ছবিতে ওই বিষয়টি দেখানো হবে।

অন্যদিকে তার ক্রিকেট ক্যারিয়ারে সব রেকর্ডের ঘটনা ও তার নেপথ্য কাহিনি উঠে এসেছে।
 
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান। তিনি ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং টেস্ট ও ওয়ানডে মিলে ১০০টি শতকের রেকর্ড গড়েছেন।

এখন তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে রয়েছেন।  
 
জানা গেছে, ওইদিন ভারতের পাশাপাশি ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।

এইচএম  

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়