Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ২১:০৫
আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২১:১৭

'পাশের বাড়ির কাকা আমার শরীরে একাধিকবার স্পর্শ করেছে'

'পাশের বাড়ির কাকা আমার শরীরে একাধিকবার স্পর্শ করেছে'
সংগৃহীত

যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছেন বলিউডের বাঙালি অভিনেত্রী মুনমুন দত্ত। একটি আবেগঘন চিঠিতে ছোট বয়স থেকেই তার সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

মুনমুন দত্ত লিখেছেন, কাছের মানুষদের কাছেই বারবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছে আমাকে। এক টিউশন শিক্ষক আমার অন্তর্বাসের ভিতর দিয়ে যৌনাঙ্গ স্পর্শ করেছিলেন। এছাড়াও স্কুলে যে শিক্ষককে আমি রাখি পরিয়েছিলেন, তিনিই আমার ব্রা-স্ট্র্যাপ টেনে স্তনে থাপ্পড় মেরেছিলেন। পাশের বাড়ির কাকাকে আমি বেশ ভয় পেতাম, সেই কাকাই আমার শরীরে একাধিকবার স্পর্শ করেছে। একথা যাতে কাউকে না জানানো হয়, সেই হুমকিও দিয়েছিলেন। বয়সে অনেক বড় ভাই, যিনি আমাকে জন্মের সময় দেখতে এসেছিলেন, তিনিই পরবর্তীকালে শরীর ছোঁয়াটা নিজের অধিকার বলে মনে করেছিলেন।'ৎ

তিনি আরও লিখেছেন, যৌন হেনস্থার ঘটনা এভাবে লিখতে লিখতে আমার চোখে পানি চলে এসেছে। এই ভয়ঙ্কর স্মৃতিগুলি কাটিয়ে উঠতে আমার বহু বছর সময় লেগেছে। এই ঘটনাগুলো আমার মনে পুরুষদের প্রতি ঘৃণা তৈরি করেছিল। তবে এখন আর আমি কাউকে ভয় পাই না। এখন যদি আমার সঙ্গে কেউ অশালীন আচরণ করেন, তাহলে আমি কিন্তু তাকে ছেড়ে দেবো না।'

সূত্র- জি নিউজ

এনএস

RTV Drama
RTVPLUS