• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত আলিফ আলাউদ্দিন

আরটিভি নিউজ

  ২৫ মার্চ ২০২১, ১৭:২৫
আলিফ আলাউদ্দিন,
আলিফ আলাউদ্দিন।

কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই খবর জানান আলিফ নিজেই। একই সঙ্গে আলিফ জানিয়েছেন, তার মেয়ে পিওনা আহমেদও করোনায় আক্রান্ত।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল আলিফের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার গাইতে পারছেন না বলেও জানান তিনি।

আলিফ আলাউদ্দিন স্ট্যাটাসে লিখেছেন, সাদা কুর্তি পরে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সামনে গান গাইবার কথা ছিল। কিন্তু আমি ও আমার মেয়ে দুজনই কোভিড পজিটিভ। তাই কোয়ারেন্টিনে আছি।

সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়ে আলিফ লেখেন, সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে উঠি। কিডনি প্রবলেম এর সাথে করোনা যেন আমার জন্য মারাত্মক না হয়ে দাঁড়ায়। সবার জন্য শুভ কামনা। আল্লাহ সবার মঙ্গল করুক।

প্রয়াত সংগীতব্যক্তিত্ব আলাউদ্দীন আলীর মেয়ে আলিফ আলাউদ্দিন প্রায় ১৫ বছর ধরে কিডনি সমস্যায় ভুগছেন। বিষয়টি লোকচক্ষুর আড়ালে রাখলেও গেলো বছর জানান দেন। গেলো বছরের জুনে আলিফ জানান, তার দুটি কিডনির ৮০ শতাংশই অকেজো হয়ে গেছে। এর মাঝেই করোনায় আক্রান্ত হলেন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধের হুঁশিয়ারি মেটার
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
X
Fresh