logo
  • ঢাকা মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ৩০ চৈত্র ১৪২৭

বিডিমর্নিং ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৬
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৬

নীল পানিতে ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত করণ-বিপাশা

নীল পানিতে ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত করণ-বিপাশা
ছবি- সংগৃহীত

৩৯-এ পা দিলেন বলিউড অভিনেতা করণ সিং গ্রোভার। স্বামীর জন্মদিনটি স্পেশাল করে তুলতে মালদ্বীপে ছুটে গেছেন বিপাশা বসু। সেখানে নীল জলরাশিতে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত এই তারকা দম্পতি।

করণের চেয়ে বয়সে ৩ বছরের বড় হলেও বয়স যে নিছক একটা সংখ্যামাত্র, তাদের মাখোমাখো প্রেমেই তা স্পষ্ট। এই বয়সেও বিকিনিতে সুপারহট বঙ্গতনয়া বিপাশা। রোমান্টিক সব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন নায়িকা।

কখনও সুইম স্যুট পরে আবার কখনও মনোকিনিতে দেখা যায় বিপাশাকে। বিয়ের চার বছর পরেও বিপাশা ও করণ একইভাবে একে অপরের মধ্যে মিশে থাকেন। তাদের আনন্দঘন এমন মুহূর্তে উচ্ছ্বসিত ভক্তরা।

সূত্র- নিউজ ১৮

এনএস

RTV Drama
RTVPLUS