• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঐতিহাসিক ছড়া থেকে শামস তামান্নার ভালোবাসার গান (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৯
Shams Tamanna's love song from historical rhyme
শামস তামান্না

‘আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া...’। শৈশবে এই ছড়াটির প্রেমে পড়েননি বাংলায় এমন মানুষ খুঁজে পাওয়া ভার। জনপ্রিয় এই ঐতিহাসিক ছড়ার রেশ ধরে এবার তৈরি হয়েছে বিশেষ একটি গান, নাম ‘সূর্যকন্যা’। তরুণ কণ্ঠশিল্পী শামস তামান্না গেয়েছেন গানটি। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) শামস তামান্নার এ গানটি ভালোবাসা দিবস উপলক্ষে শ্রোতাদের জন্য প্রকাশ করা হয়েছে।

বিখ্যাত এ ছড়া থেকে দুটি লাইন নিয়ে গানের বাকি অংশ লিখেছেন আবু ইমরান। সুর-সংগীতও তারই করা। গানটির সূত্র ধরে নাচনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে কণ্ঠশিল্পী শামস তামান্নার বিপরীতে আছেন জন ও তার দল।

শামস তামান্না বলেন, গানটিতে যেমন শৈশবের ছড়ার স্মৃতি আছে, তেমনি যৌবনের প্রেমময় আবেদনটাও আছে। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি চারপাশ থেকে। আমার পক্ষ থেকে এটি শ্রোতাদের জন্য ভালোবাসা দিবসের বিশেষ উপহার।

শামস তামান্নার এটি তৃতীয় গান। এর আগে ‘জালালী কইতর’ ও ‘মাতাল হাওয়া’ নামের গান দুটির মাধ্যমে শ্রোতামহলে প্রশংসিত হন তিনি।
এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভ্যালেন্টাইনে আসছে পলাশ ও পারশার ‘প্রথম প্রেমের গান’
ভালোবাসার নতুন গান নিয়ে সিডোনিক্স
X
Fresh