logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

মঞ্চে শাড়ি খুলে গেলো মাহির (ভিডিও)

মাহিয়া মাহি,
মাহিয়া মাহি।

বিব্রত পরিস্থিতির শিকার হলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গতকাল রোববার ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ছিল।

সেখানে সাংস্কৃতিক আয়োজনে নৃত্য পরিবেশনা করেন তিনি। তার বিপরীতে ছিলেন নায়ক সাইমন সাদিক। তবে নাচতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে যান মাহিয়া মাহি। কারণ বার বার তার শাড়ির আচল খুলে যাচ্ছিলো। নাচের ফাঁকে ফাঁকে তাকে বারবার শাড়ি টেনে উঠাতে হয়।

বিষয়টি নিয়ে গতকাল রাতেই মাহি একটি ভিডিও পোস্ট করেন তার ফেসবুকে। ক্যাপশনে জান্নাত খ্যাত নায়িকা লিখেন, আমার জীবনের ভয়াবহ ঘটনাটা আজকেই ঘটতে হলো? তাও আবার এত এত গুণী ব্যক্তিদের সামনেই! আজকে আমার মন খুব খুব খারাপ। স্টেজে আমার শাড়ি খুলে গেল! এটা ভাবা যায়? সকালে যারা অনুষ্ঠান দেখেছেন তারা বিষয়টি খেয়াল করেছেন। এত ভালো রিহার্সেল করেছিলাম আর স্টেজে শাড়ি খুলে গেল। তখন ভাবছিলাম, শাড়ি পুরোটাই খুলে যায় কিনা! শাড়ি টানাটানি করে নাচা যায় না। সাইমন বারবার বলছিল, কী করছো মাহি? এতগুলো গুণী মানুষের সামনে এটা হলো। আমার ভীষণ মন খারাপ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

এম

RTV Drama
RTVPLUS