logo
  • ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৪ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২১, ১১:৪৯
আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১২:০৩

জ্যোতিষী ভবিষ্যৎবাণী করলেন আনুশকার কী সন্তান হবে?

জ্যোতিষী ভবিষ্যৎবাণী করলেন আনুশকার কী সন্তান হবে?
চলতি মাসেই নতুন অতিথির আগমন হচ্ছে বিরুষ্কা দম্পতির ঘরে। এ সুখবর যেকোনো সময়ই আসতে পারে। দুই জগতের দুই তারকা দম্পতির এমন সুখবরের অপেক্ষায় রয়েছেন তাদের অগুনিত ভক্তরাও।

তারকা এ দম্পতির ঘরে কী সন্তান আসছে, এ প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎবাণী করলেন ভারতের খ্যাতনামা এক জ্যোতিষী। পণ্ডিত জগন্নাথ গুরুজি দাবি করেছেন, বিরাট কোহলি-আনুশকা শর্মার ঘরে কন্যা সন্তান আসছে।

শুক্রবার (৮ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম জি-নিউজে এনিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতিষী জগন্নাথ গুরুজি জানিয়েছেন, জ্যোতিষশাস্ত্র মোতাবেক এবং ‘ফেস রিড’ করে যা বুঝেছেন তাতে বিরাট-আনুশকা দম্পতির ঘরে কন্যাসন্তান আসতে যাচ্ছে। এ সন্তান বাবা-মা দু’জনেরই অনেক আদরের হবে।

তারকা ক্রিকেট খেলোয়াড় বৃহস্পতিবার আনুশকাকে চেকআপ করান। এই মুহূর্তে হবু মা’কে সকলভাবে খুশি রাখার জন্য চেষ্টা করছেন হবু বাবা বিরাট। কখনো দুজনে একসঙ্গে লাঞ্চ ডেট আবার কখনো মন ভালো রাখার জন্য পিঠে ‘আউটিং’ করছেন তিনি। সর্বত্র আনুশকার সঙ্গেই থাকার জন্য চেষ্টা করছেন বিরাট কোহলি।

এসআর/এসএস

RTV Drama
RTVPLUS