logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৪ জানুয়ারি ২০২১, ১৫:১৭
আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৬:২৫

মাদকযোগে হোটেল থেকে অভিনেত্রী আটক

প্রতীকী ছবি।
মাদকযোগে দক্ষিণী ছবির এক অভিনেত্রীকে আটক করেছে ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মুম্বাইয়ের একটি হোটেল থেকে ওই অভিনেত্রীকে আটক করা হয়।   

এনসিবি সেখান থেকে এক মাদক পাচারকারীকেও আটক করেছে। তবে ২০ বছর বয়সী ওই অভিনেত্রীর পরিচয় এখনো প্রকাশ করেনি এনসিবি।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গেলো ১ জানুয়ারি থেকে মুম্বাইয়ের মীরা রোডের একটি হোটেলে অবস্থান করছিলেন ওই অভিনেত্রী। শনিবার রাতে সেখানে অভিযান চালান এনসিবির কর্মকর্তারা। সেখানে তল্লাশির পর রোববার আটক করা হয় ওই অভিনেত্রীকে।

জানা যায়, তখন চাঁদ মুহাম্মাদ নামে এক মাদক পাচারকারীকেও আটক করা হয়। কিন্তু সেখান থেকে সাইদ নামে এক মাদক সরবরাহকারী পালিয়ে গেছে। এখন তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

ওই অভিযানে ৮ থেকে ১০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। এনসিবি ওই অভিনেত্রীর মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার কারণ অনুসন্ধান করছে।

এম

RTV Drama
RTVPLUS