• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হিন্দি ছবি এনে সিনেমা হল বাঁচানোর সিদ্ধান্তে একমত তিন সমিতি

বিনোদন ডেস্ক

  ৩০ ডিসেম্বর ২০২০, ২২:৩৯
ছবি সংগৃহীত।

দেশীয় প্রেক্ষাগৃহে হিন্দি ছবি চলবে কিনা এ নিয়ে বিতর্ক বহুদিনের। শেষ পর্যন্ত আমদানি করে হিন্দি সিনেমা প্রদর্শনের পক্ষে সম্মতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি রেস্টুরেন্টে এই তিন সংগঠনের নেতারা এক হয়ে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেন। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, হল মালিক ও প্রদর্শক সমিতির সিনিয়র সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন এবং প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওয়াল হোসেন উজ্জ্বলসহ সংগঠনগুলোর নেতারা।

তবে বড় উৎসবগুলোতে দেশের সিনেমার বড় ধরনের ব্যবসা হয়। তাই কোনো উৎসবে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে সম্মতি দেওয়া হবে না বলেও জানান বক্তারা।

গেলো নভেম্বর মাসে অস্তিত্ব সংকটে থাকা দেশের সিনেমা হলের মালিকরা হিন্দি সিনেমা আমদানি করে চালাতে তথ্য মন্ত্রণালয়ের সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবনের নকশা অনুমোদনে এসটিপি স্থাপনের শর্ত আরোপের নির্দেশ
যে কারণে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
ব্যাংকিং খাতের ব্যর্থতা ঢাকতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা : টিআইবি 
তাপমাত্রা কমাতে হিট অফিসারের নতুন উদ্যোগ
X
Fresh