আবারও ভাইরাল সেই প্রিয়া প্রকাশ (ভিডিও)
ভারতের দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভেরিয়ার সিনেমার সিক্যুয়েন্সে চোখ মেরে বাজিমাত করেছিলেন। ক্যারিয়ারের প্রথম ছবিতে স্কুলের মেয়ে প্রিয়ার চোখ মারা ভাইরাল হয়।
তার অভিনয় ও মিষ্টি চেহারায় মুগ্ধ পুরো দেশ। দক্ষিণের গণ্ডি পেরিয়ে প্রিয়া পৌঁছে গেছে অসংখ্য বিনোদনপ্রেমী মানুষের মনে।
আবারও নতুনভাবে আলোচনায় এসেছেন প্রিয়া প্রকাশ। তবে চোখ মেরে নয়, গান গেয়ে। ওয়াইন রেড শাড়ি, স্লিভলেস ব্লাউস ও মিষ্টি সাজে দেখা গেছে তাকে। তিনি একটি অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে মাটিতে বসে ছিলেন।
একটি বিয়ের অনুষ্ঠান। তার হাতে রয়েছে মোবাইল। সেখানেই গানের লিরিক দেখে গান গাইতে শুরু করলেন তিনি। 'চন্দা মেরে আ' গানটি গাইলেন তিনি। তার সঙ্গে থাকা বন্ধুরাও কণ্ঠ মেলালেন।
আর এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়া। যা কিনা এরই মধ্যে ভাইরাল হয়েছে।