বিনোদন ডেস্ক
০১ নভেম্বর ২০২০, ১২:৩৫
আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৫:৫৫
আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৫:৫৫
বিয়ের পর স্বামীকে যা বললেন কাজল আগারওয়াল

কাজল আগারওয়াল।
দক্ষিণী সিনেমার তুমুল চাহিদা সম্পন্ন নায়িকা কাজল আগারওয়াল। ৩০ অক্টোবর বিয়ে করেছেন তিনি। ভারতের স্থানীয় সময় রাত ৮টার পর মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন কাজল।
গতকাল ইনস্টাগ্রামে তিনটি বিয়ের ছবি পোস্ট করে কাজল লিখেছেন, ‘আর ঠিক এভাবেই মিস থেকে মিসেস। আমি আমার ঘনিষ্ঠজন, সেরা বন্ধু এবং আদর্শ জীবনসঙ্গীকে বিয়ে করেছি।’
নুসরাতের প্রতিবাদ
যৌন হেনস্তার জন্য স্বাধীনচেতা মেয়েরা দায়ী: মুকেশ খান্না
কাজলের বিয়ে: উচ্ছ্বাসভরা ছবি দেখুন ২০০৪ সালে ‘কিউ! হো গায়া না...’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কাজল আগরওয়াল। আর ২০০৭ সালে ‘লক্ষ্মী কালিয়ানাম’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ ঘটে। কাজল প্রথম সফলতা পেয়েছিলেন ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘চান্দামামা’ সিনেমায় কাজ করে। তবে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মগধিরা’ সিনেমা তুমুল জনপ্রিয়তা এনে দেয় তাকে। বলিউডের ‘সিংহাম’ সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হন তিনি।
