logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ২৫ অক্টোবর ২০২০, ১৩:০২
আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৩:১৬

কীর্তির প্রথম (ভিডিও)

Keerthy Suresh,
কীর্তি সুরেশ।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ। পরিচালক নাগ অশ্বিন পরিচালিত ‘মহানতি’ ছবির সাবিত্রী চরিত্রটির কথা নিশ্চয় সবার মনে রয়েছে। ছবিটিতে সাবিত্রী চরিত্রে কীর্তি সুরেশকে দেখা যায়। এই ছবির মাধ্যমে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী।

এবার প্রথমবারের মতো কীর্তি সুরেশকে নেটফ্লিক্সের ছবিতে দেখা যাবে। নেটফ্লিক্সের জন্য ‘মিস ইন্ডিয়া’ নামে একটি ছবির কাজ করেছেন এই অভিনেত্রী।

সদ্য অনলাইনে নেটফ্লিক্স ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘মিস ইন্ডিয়া’র ট্রেলার।

গল্পে দেখা যাবে, ছোটবেলা থেকেই ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেন শমুক্ষতা (কীর্তি সুরেশ)। এরপর পড়াশোনা শেষ করে ব্যবসা শুরু করতে গেলে নানা সমস্যার মুখে পড়তে হয় তাকে। শেষমেষ বিদেশের মাটিতে ভারতের ঐতিহ্যবাহী চা দিয়েই শুরু হয় তার ব্যবসা। এক সময় ‘মিস ইন্ডিয়া’ নামের একটি শপ চালু করেন তিনি।

জানা যায়, নরেন্দ্র নাথ পরিচালিত ‘মিস ইন্ডিয়া’তে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কীর্তির পাশাপাশি দেখা যাবে রাজেন্দ্র প্রসাদ, জগপতি বাবু, নরেশ, নাদিয়া, নবীণ চন্দ্রকে। আগামী ৪ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

এম

RTVPLUS