logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ১৯ অক্টোবর ২০২০, ১১:১৯
আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৬:০৭

৮ মাস পর

Moutushi Biswas,
মৌটুসী বিশ্বাস।
করোনার কারণে দীর্ঘদিন সব ধরনের শুটিং বন্ধ ছিল। কাজ শুরু হওয়ার পরেও অনেক অভিনয়শিল্পী শুটিং-এ অংশ নেননি। তাদের মধ্যে অন্যতম মৌটুসী বিশ্বাস।

ছোট পর্দার এই সুঅভিনেত্রী দীর্ঘ ৮ মাস পর অভিনয়ে ফিরেছেন।     

‘আড়াই মন স্বপ্ন’ নামে একটি শর্টফিল্ম দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন মৌটুসী। ১৭ অক্টোবর অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পায় শর্টফিল্মটি। এটি নির্মাণ করেছেন আবু শাহেদ ইমন।

গল্পে নিম্নবিত্ত এক পরিবারের সংগ্রাম দেখানো হয়েছে। শর্টফিল্মটিতে মৌটুসীর বিপরীতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আরও রয়েছেন রওনক হাসান, দীপক সুমনসহ অনেকে।

এ ব্যাপারে মৌটুসী বিশ্বাস বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার কারণে শুটিং বন্ধ ছিল অনেকদিন। এরপর আবার কাজ শুরু হলে এই শর্টফিল্মটি দিয়ে কাজে ফিরি। আসলে গল্পের মোহে শর্টফিল্মটি করেছি। করোনা মানুষকে যেই সংকটম অবস্থায় নিয়ে এসেছে সেই গল্পটি দেখানো হয়েছে।

এম

RTVPLUS