smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

আরটিভিতে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান: শিশু সংলাপ ২০২০

  আরটিভি নিউজ

|  ০৭ অক্টোবর ২০২০, ১৬:২০ | আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২২:৩১
Image of Children's Dialogue 2020 program
শিশু সংলাপ ২০২০ অনুষ্ঠানের চিত্র
সমাজে সুবিধা বঞ্চিত শিশুদেরকে পুনর্বাসনের প্রত্যয়ে প্রতিবছরের মতো এবারও পালিত হচ্ছে শিশু সপ্তাহ ২০২০। এ বছর অক্টোবর মাসের ১ম সোমবার ৫ অক্টোবর হওয়ায় ৫ অক্টোবর বিশ্ব শিশু দিবস এবং ৫-১১ অক্টোবর শিশু অধিকার সপ্তাহ-২০২০ পালন করা  হচ্ছে।  এবছরে বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য: ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’।

শিশু অধিকার সপ্তাহ ২০২০ নিয়ে আরটিভিতে প্রতিবারের মতো এবারও প্রচার হবে শিশু সংলাপ ২০২০। 

শিশু প্রতিনিধি এবং বিশিষ্টজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটির গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আরটিভি’র অনুষ্ঠান প্রযোজক ও চলচ্চিত্র সমন্বয়ক সুজন আহমেদ।

শরফুদ্দিন খানের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংসদ, বীর মুক্তিযোদ্ধা এড. শামসুল হক টুকু, সভাপতি, সংসদীয় ককাস কমিটি; আব্দুল হামিদ, কান্ট্রি ডিরেক্টর, এডুকো; মিস তোমোকো উচিয়ামা কান্ট্রি ডিরেক্টর, শাপলা নীড় বাংলাদেশ অফিস; মো. সাইফুল ইসলাম, প্রজেক্ট ডিরেক্টর, এস ও এস চিল্ড্রেনস ভিলেজ; এম মাঈনউদ্দিন মইনুল কান্ট্রি ডিরেক্টর, গুড নেইবারস বাংলাদেশ; শিশু প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন: মো. শরীফ, মাকসুদা মরিয়ম, তাসমিয়া আক্তার মিম প্রমুখ।

৭ অক্টোবর বুধবার বিকাল ৫টায় আরটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।

জিএ/এম 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়