logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৭
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৪

ডায়ানা রিগ মারা গেছেন

Diana Rigg
ডায়ানা রিগ
গেম অব থ্রোনসের তারকা অভিনেত্রী ডায়ানা রিগ মারা গেছেন। ১০ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

গেল মার্চ থেকে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ডায়ানা। পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

গেম অব থ্রোনস, দ্য অ্যাভেঞ্জারস এবং জেমস বন্ড চলচ্চিত্রে কাজের মাধ্যমে সর্বাধিক পরিচিতি লাভ করেন আইকনিক এই অভিনেত্রী। ১৯৫৭ সালে দ্য ককেসিয়ান চক সার্কেল দিয়ে ডায়ানার  পেশাদার মঞ্চ অভিনয় জীবন শুরু হয়।

তিনি ১৯৫৯ সালে রয়্যাল শেকসপিয়ার কোম্পানিতে যোগদান করেন। আর ১৯৭১ সালে আবেলার্ড অ্যান্ড হেলোইস মঞ্চনাটক দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক হয়। এছাড়া অ্যা মিডসামার নাইটস ড্রিম (১৯৬৮) ছবিতে হেলেনা, অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস (১৯৬৯) ছবিতে জেমস বন্ডের স্ত্রী কাউন্টেস টেরেসা দি ভিসেঞ্জো, দ্য গ্রেট মাপেট কেপার (১৯৮১) ছবিতে লেডি হলিডে এবং ইভল আন্ডার দ্য সান (১৯৮২) ছবিতে আর্লেনা মার্শাল চরিত্রে অভিনয় করেন।

ডায়ানা রিগ অভিনীত টেলিভিশন নাটকগুলো হল ইউ, মি অ্যান্ড দ্য অ্যাপোক্যালিপ্স (২০১৫), ডিটেক্টোরিস্টস (২০১৫) ও ডক্টর হু (২০১৩)।

বিখ্যাত বন্ড সিরিজে একমাত্র অভিনেত্রী ডায়ানা রিগ যে কিনা মিসেস জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন। 

এম 

 

RTVPLUS