• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

সেবক হিসেবে সেবা দেবো: তাপস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০২০, ১৩:৫৪
সেবক হিসেবে সেবা দেবো: তাপস
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নির্বাচিত হলে মেয়র নয়, একজন সেবক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২৪ ঘণ্টা নাগরিক সেবা দেবো।

আজ বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) লালবাগ থানার নীলক্ষেতে নির্বাচনী গণসংযোগের সময় তিনি এসব কথা জানান।

শেখ ফজলে নূর তাপস বলেন, জয়লাভ করলে হেল্পলাইন চালু করে ২৪ ঘণ্টা নাগরিক সেবা দেয়া হবে। কোনও অভিযোগ আসার পর প্রয়োজনে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট লোক বাসায় গিয়ে সেবা পৌঁছে দিয়ে আসবে। হেল্পলাইনে সমাধান না হলে মেয়রকে সরাসরি সংযোগ করতে পারবেন।

তিনি বলেন, পুরান ঢাকার সমস্যা নিয়ে এর আগে কেউ কোনও পরিকল্পনা হাতে নেয়নি। ঐতিহ্যবাহী ঢাকা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। প্রাণের এই ঢাকাকে পরিষ্কার, সুন্দর, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব। এছাড়া আবর্জনা ও মশক নিধন দৈনন্দিন কাজ। প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
X
Fresh