• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কৈলাস সত্যার্থীর নোবেল পুরস্কার চুরি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৩৭

ভারতের মানবাধিকার কর্মী এবং শান্তিতে নোবেল পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থীর নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে। সোমবার রাতে নয়াদিল্লিতে তাঁর নিজ বাসা থেকে পুরস্কারটি চুরি হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে পুরস্কারটি চুরি করেন। চোরের দল এসময় আরো বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে যান।

মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থী ভারতীয় শিশু অধিকার রক্ষায় কাজ করছেন। তিনি ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। কৈলাস সত্যার্থীর সঙ্গে নোবেল শান্তি পুরস্কার পান পাকিস্তানের মালালা ইউসুফ জাই। শিশু শ্রমিকদের পুনর্বাসন এবং শিশুশ্রম বন্ধে ‘বাচপান বাচাও আন্দোলন’ নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা নোবেলজয়ী কৈলাস।

ভারতের আরেক নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকটিও শান্তিনিকেতন থেকে চুরি হয়ে গিয়েছিল।পরে অবশ্য সেটি উদ্ধার করা হয়।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • এডিটর'স চয়েস এর পাঠক প্রিয়
X
Fresh