• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

মিল-কারখানা বন্ধ করা হবে না: শ্রমমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০২০, ২০:৪৫
মিল-কারখানা বন্ধ শ্রমমন্ত্রী
শিল্প-কারখানার শ্রমিক পরিস্থিতি সম্পর্কে জরুরি সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, মিল-ফ্যাক্টরি বন্ধ করতে হবে এটা যেন কারো মাথায় না আসে। কোনো কারখানা বন্ধ হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।

করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত সমস্যা মোকাবিলায় শিল্প কারখানার শ্রমিক পরিস্থিতি সম্পর্কে জরুরি সভা শেষে শনিবার (২১ মার্চ) তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন সেক্টরের সার্বিক বিষয়ে আলোচনা করেছি। সব স্টেকহোল্ডার ছিল। সবাই মিলে একটাই সিদ্ধান্ত হয়েছে- ফ্যাক্টরির চাকা চলবে। যতক্ষণ চালু রাখা সম্ভব আমরা চালিয়ে রাখবে। শ্রমিকদের সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তাদের (শ্রমিকদের) স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমরা সচেতন আছি। বৈশ্বিক সমস্যা তেমন কিছু হলে তখন সিদ্ধান্ত নেব।’

বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, আগামীকাল সংশ্লিষ্ট সেক্টরের সঙ্গে আলোচনা হবে; তারপর আমরা বুঝতে পারবো আমাদের কী করণীয়। সামনে রোজা, ঈদের বোনাস আছে। আগামী জুন পর্যন্ত কিভাবে শ্রমিকদের ঠিকভাবে বেতন-বোনাস দিতে পারবো সে বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করবো। শ্রমিকদের মধ্যে যেন কোনো অসন্তোষ না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।

সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি রুবানা হক, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএর সাবেক সভাপতি সংসদ সদস্য সালাম মুর্শিদী, শ্রম সচিব, বাণিজ্য সচিব, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মন্টু ঘোষসহ শ্রমিক নেতারা।
পি

মন্তব্য করুন

daraz
  • শিল্প এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম
ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ
‘স্বাধীনতার চাবি বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না’
হল-ক্যাম্পাস বন্ধ ঘোষণার মধ্যেই কুবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা
X
Fresh