• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

আটাব নির্বাচনে মাহবুব প্যানেলের বিজয়

আরটিভি নিউজ

  ১৮ মার্চ ২০২২, ১৪:৪০
আটাব নির্বাচনে মাহবুব প্যানেলের বিজয়

ট্রাভেল এজেন্সির সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশের (আটাব) নির্বাচনে ২৯ জন কার্যনির্বাহী পরিষদের মধ্যে ১৮ জনই এস এম মঞ্জুর মোর্শেদ মাহবুবের প্যানেল থেকে জয় লাভ করেছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে বুধবার (১৬ই মার্চ) রাজধানীর ইস্কাটনে পুলিশ কনভেনশন সেন্টারে ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনে অনুষ্ঠিত হয় আটাব নির্বাচন। এবারের নির্বাচনে সংগঠনের সিনিয়র সদস্য তৌফিক উদ্দিন আহমেদের নেতৃত্বে আটাব সম্মিলিত ফোরাম এবং সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুবের নেতৃত্বে আটাব গণতান্ত্রিক ঐক্যফোরাম প্রতিদ্বন্দ্বিতা করে।

নির্বাচনে দেশের ট্রাভেল এজেন্সিগুলোর ৩ হাজার ৫০০ সদস্যের প্রতিনিধিরা ভোট দেন।

এদের মধ্যে ঢাকা জোনের জন্য ১৭ জন এবং চট্টগ্রাম ও সিলেট জোনের জন্য ছয় জন করে নির্বাচিত হয়েছেন।

এস এম মঞ্জুর মোর্শেদ মাহবুবের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট বিমানভাড়া কমানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন। প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তৌফিক উদ্দিন আহমেদ।

মন্তব্য করুন

daraz
  • করপোরেট কর্নার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আটাব নির্বাচনে গণতান্ত্রিক ফ্রন্ট পূর্ণ প্যানেলে জয়ী
X
Fresh