• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজের আমদানি ও মজুদের প্রস্তুতি ছিল না: কৃষিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ নভেম্বর ২০১৯, ১৮:৩৯
পেঁয়াজের আমদানি ও মজুদের প্রস্তুতি ছিল না খাদ্যমন্ত্রী
ফাইল ছবি

চাহিদার তুলনায় আমদানি অপ্রতুল এবং মজুদের বিষয়ে পরিকল্পিত প্রস্তুতি না থাকায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বললেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষক পেঁয়াজ উত্তোলন করে সঠিকভাবে মজুদ করতে পারেননি, আর বৃষ্টির কারণেই তা সম্ভব হয়নি। আবার ভারত পেঁয়াজ রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা দেবে তা আমরা বুঝতে পারিনি। এখানে আমাদের হয়ত ভুল থাকতে পারে। আমাদের আগেই একটা জরিপ করা দরকার ছিল যে কতটা উৎপাদন হয়েছে আর কতটুকু আমদানি করব।

মন্ত্রী বলেন, এখন বাইরে থেকে ৩০০ বা ৫০০ টন আসছে। ব্যবসায়ীরা তা ফলাও করে প্রচার করছেন। এতে হয়ত এক ধরনের ইতিবাচক প্রভাব পড়ে, কিন্তু বাজারে এর প্রভাব পড়ে না। আমাদের মনে রাখতে হবে যেকোনো পণ্যের দাম নির্ভর করবে চাহিদা এবং সরবরাহের ওপর- কী পরিমাণ চাহিদা রয়েছে, কী পরিমাণ সরবরাহ হচ্ছে। র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ কোনো কিছু দিয়েই বাজার নিয়ন্ত্রণ করা যাবে না।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পেনশন ব্যবস্থায় যুক্ত হলে শেষ বয়সে দুশ্চিন্তায় থাকতে হবে না’
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী
খাদ্য নিরাপত্তা টেকসই করতে গবেষণায় জোর দেওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর
সিন্ডিকেটকারীদের ধরিয়ে দিতে সাংবাদিকদের আহ্বান কৃষিমন্ত্রীর 
X
Fresh