• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অফিস বন্ধ থাকলেও কার্যক্রম চলবে : আলেশা মার্টের চেয়ারম্যান

আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২১, ১৪:১৮
অফিস, বন্ধ, থাকলেও, কার্যক্রম, চলবে, আলেশা, মার্টের, চেয়ারম্যান,
আলেশা মার্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুর আলম শিকদার। ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় বুধবার দিবাগত রাতে। তবে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুর আলম শিকদার জানান, অফিস বন্ধ থাকলেও তাদের কার্যক্রম চলবে।

আজ ফেসবুক লাইভে এসে তিনি বলেন, 'ষড়যন্ত্র চারিদিকে। আমরা একমাত্র ই-কমার্স যারা এখনও চেষ্টা করছি কম-বেশি মানুষের টাকা দেওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য সব সময় ভালো ছিল। আমাদের অনেক ধরনের ব্যর্থতা আছে, ভুল ডিসিশন আছে। কিন্তু সেটা তো ওভারকাম করতে হবে। একটা ভুল করেছি, সেটা শুধরানোর চেষ্টা করছি। সেই শুধরানোর চেষ্টার কোনো সুযোগ কেন আমাকে দেওয়া হবে না?'

গ্রাহকদের উদ্দেশে মঞ্জুর আলম শিকদার বলেন, 'যত রকম ষড়ষন্ত্র হোক আমাদের ফুল অপারেশন চলবে। যদি অফিস বন্ধ থাকে তবুও আমাদের কোনো কার্যক্রম আমরা বন্ধ করবো না। আমাদের কোনো কার্যক্রম বন্ধ থাকবে না। আমাদের লোকজন আপনার বাসায় যাবে ফোন করে। আপনাদের এসএমএস দেবে এবং প্রতিনিয়ত আপনাদের সঙ্গে যোগযোগ থাকবে।'

তিনি আরও বলেন, 'আমাদের যত রকম ব্যাংক লগ আছে ৩০ জানুয়ারির মধ্যে ক্লিন করব। যখনই আমরা টাকা দিতে যাই, তখনই বাধা পাই।'

এর আগে বুধবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় আলেশা মার্টের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে অফিসিয়াল কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।

ফেসবুকের ওই পোস্টে বলা হয়, ‘অনাকাঙ্খিত ও নিরাপত্তাজনিত কারণবশত আলেশা মার্টের সমস্ত অফিসিয়াল কার্যক্রম আজ থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল (১ ডিসেম্বর) আমাদের অফিসে কতিপয় লোক দ্বারা অফিস কর্মকর্তাদের গায়ে হাত তোলা এবং বল প্রয়োগের চেষ্টার কারণে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।’

‘উল্লেখ্য যে, বলপ্রয়োগকারীরা আমাদের কাস্টমার (গ্রাহক) নয়, তাদের পেমেন্ট সিডিউল ছিল না এমনকি এসএমএস পায়নি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পাওয়ার পর পুনরায় আমাদের কার্যক্রম শুরু করা হবে। এ পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আলেশা মার্ট-এর সাথে থাকার জন্য ধন্যবাদ’, বলা হয় ফেসবুকের ওই পোস্টে।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলেশার ২০২০ শতাংশ জমির হদিস, আড়ালে আরও কয়েক গুণ
আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৬ মাসের কারাদণ্ড
আলেশা মার্টের চেয়ারম্যানের জামিন মঞ্জুর
আলেশা মার্টের চেয়ারম্যান কারাগারে
X
Fresh