• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

১৫-২০ দিন পর পেঁয়াজের দাম কমবে 

আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ২০:০৯
ফাইল ছবি

আগামী ১৫-২০ দিন পর পেঁয়াজের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। রোববার (১০ অক্টোবর) সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশা ব্যক্ত করেন তিনি।

মো. আব্দুর রাজ্জাক বলেন, আগামী ১৫-২০ দিন পর গ্রীষ্মকালীন ও আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম নিয়ন্ত্রণে আসবে। সেই এপ্রিল মাসে পেঁয়াজ চাষ করা হয়েছে। পেঁয়াজ পচনশীল, মজুত রাখার তেমন ব্যবস্থা নেই। কৃষকরা সব পেঁয়াজ বিক্রি করে দেন। এতে মৌসুমের শেষের দিকে পেঁয়াজের দাম বেড়ে যায়।

গত এক বছরে কৃষিপণ্য রপ্তানি অনেক বেড়েছে দাবি করে মন্ত্রী বলেন, কৃষিপণ্য নিয়ে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যেতে হবে। আন্তর্জাতিক বাজারে যেতে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ল্যাব, যান্ত্রিকরণ এবং আধুনিক কৃষির মাধ্যমে আমরা কৃষিপণ্য রপ্তানি করতে পারবো।

এদিন কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২১-এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত 
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
বাংলাদেশ ও আমিরাতে ভারতের পেঁয়াজ কূটনীতি
X
Fresh