• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

কম দামে টিসিবি’র ৩ পণ্য রাজধানীর যেখানে যেখানে পাওয়া যাবে

আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ২০:০৭
TCB's 3 products can be found anywhere in the capital at low prices
ফাইল ছবি

মহামারি করোনা পরিস্থিতিতে ভোক্তাদের জন্য কম দামে সারাদেশে ৩টি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ শনিবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারি এ বিপনন সংস্থাটি।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল (৬ জুন) রোববার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। আগামী ১৭ই জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি পর্যন্ত কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি কিনতে পারবেন। এছাড়াও সয়াবিন তেল ১শ টাকা লিটারে একজন ক্রেতা ২ থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবেন।

সারা দেশে ১০০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে। এর মধ্যে ঢাকায় ৮০টি এবং চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাকে এই পণ্য বিক্রি করা হবে। প্রতি ট্রাকে চিনি বরাদ্দ থাকবে ৬০০-৮০০ কেজি, মশুর ডাল বরাদ্দ থাকবে ৩০০-৬০০ কেজি, সয়াবিন তেল থাকবে ৮০০-১২০০ লিটার।

রাজধানীতে যেসব স্থানে ভ্রাম্যমান ট্রাক থাকবে:

প্রেসক্লাবের সামনে/ সচিবালয় ৩নং গেইট, সেগুন বাগিচা বাজার/ ঢাকা রিপোর্টার্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক/ বকচত্তর, ফকিরাপুল বাজার/ টিএন্ডটি কলোনি বাজার, শাহজাহানপুর বাজার/ খিলগাঁও রেলগেট, মগবাজার আগোরা'র সামনে/ মগবাজার টি এন্ডটি, ভিকারুন্নেছা ১০নং গেইট/ মৌচাক দেশ টিভির সামনে, শান্তিনগর বাজার/ মালিবাগ হোসাফ টাওয়ার।

জুরাইন সিটি কর্পোরেশন মার্কেট/জুরাইন আলম মার্কেট শপিং মল জুরাইন সিটি কর্পোরেশন মার্কেট/জুরাইন আলম মার্কেট শপিং মল, রায়েরবাগ কাচাঁ বাজার/পুনম সিনেমা হল রায়েরবাগ, কদমতলী পুলিশ স্টেশন/কদমতলী চৌরাস্তার মোড়, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ঢাল/ দনিয়া বর্নমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, যাত্রাবাড়ি চৌরাস্তা / শনিরআখড়া বাস স্ট্যান্ড, দয়াগঞ্জ ষ্টাফ কোয়ার্টার/ মানিকনগর জামে নজিদ।

নাজিরা বাজার মাতৃ সদন/বংশাল বড় জামে মসজিদ গেন্ডারিয়া থানা/সূত্রাপুর থানা, ভিক্টোরিয়া পার্ক/ঢাকা ডিসি অফিস মান্ডা সাব-পোষ্ট অফিস / বাসাবো বালিকা উচ্চবিদ্যালয়, মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল / আইডিয়াল স্কুল মুগদা শাখা/বাসাবো বালির মাঠ, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল/বাসাবো বাজার, পলাশী বাজার/পলাশী সরকারী খেলার মাঠ, আজিমপুর বাস স্ট্যান্ড মসজিদ/আজিমপুরছাপড়া মসজিদ/ভিকারুন্নেসা আজিমপুর শাখা, নিউ মার্কেট ১নং গেইটের বিপরীতে/বিডিয়ার ৩নং গেইট।

মান্ডা বটতলা জামে মসজিদ/ গোপিবাগ খোকন কমিউনিটি সেন্টার, গোড়ান বাজার/সিপাহীবাগ বাজার, আরমানিটোলা স্কুল মাঠ/ আরমানিটোলা তারা মসজিদ।

মোহাম্মপুর বাসস্ট্যান্ড/মোহাম্মদপুর টাউনহল বাজার, ধানমন্ডি জিগাতলা/ আবাহনী মাঠ, মোহাম্মদপুর সিয়া মসজিদ ঢাল/মোহাম্মদপুর কবর স্থান মাঠ, মনসুরাবাদ জামে মসজিদ/আদাবর কাচা বাজার, কলেজগেইট (হৃদরোগ) /শ্যামলী ফুট ওভার ব্রীজ।

বছিলা র‌্যাব অফিস/ মোহাম্মদপুর বেড়িবাঁধ বাস স্ট্যান্ড, আটিবাজার সিএনজি স্ট্যান্ড/আটিবাজার মসজিদ মার্কেট (বছিলা ব্রীজ পার হয়ে)।

গাবতলী বাসস্ট্যান্ড/আমিন বাজার টেম্পু স্ট্যান্ড, ঢাকা উদ্যান জামে মসজিদ/ঢাকা উদ্যান গভঃকলেজ, কল্যাণপুর বাস স্ট্যান্ড/ ৬০ফিট রেডিও (আগারগাঁও), মিরপুর-১ শাহআলী মাজার/ কোনাবাড়ী বাসস্টপ মিরপুর, মিরপুর-২ স্টেডিয়াম/ মিরপুর-১০ বি আরটিএ, মিরপুর-১৪ কমার্স কলেজ/ কচুক্ষেত বাজার, লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড, মিরপুর/বাইশটেকি ভূমি রেজিস্ট্রেশন অফিস, মিরপুর, ভাষানটেক বাজার/ ইসিবি চত্তর কালশী মোড় বাস স্টপ / মিল্কভিটা ঢাল, মিরপুর-৭, মিরপুর-১২ বাস স্ট্যান্ড / ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর, মিরপুর বাংলা কলেজ/টোলারবাগ পানির পাম্প, মিরপুর হযরত শাহ আলী মডেল উচ্চ বিদ্যালয়/মিরপুর লালকুঠি বড় জামে মসজিদ, মিরপুর কাজীপাড়া কাচাঁ বাজার আগারগাঁও পিএসসি অফিসের পিছনে কলোনী।

ফার্মগেইট খামারবাড়ী/আনন্দ সিনেমা হল, কাওরান বাজার টিসিবি অফিস/ কলমীলতা বাজার, নাখালপাড়া রেল গেইট/ শাহিনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ (প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছনে), মহাখালী ৭তলা বস্তি/ বেগুনবাড়ী সাতরাস্তা বুটেক্স এর সামনে ২৩০ তেজগাঁও গুদামের সামনে, ৩৪৪ তেজগাঁও গুদামের সামনে, রামপুরা মহানগর প্রোজেক্ট পানির পাম্প/ রামপুরা বাজার, মালিবাগ রেল গেইট সুপার মার্কেট/ হাজীপাড়া পেট্রোল পাম্প।

খিলগাঁও তালতলা বাজার / বনশ্রী বাজার / দক্ষিন বনশ্রী, মেরাদিয়া বাজার মোড়/ আফতাবনগর আনসার ক্যাম্প, ডেমড়া স্টাফ কোয়ার্টার বাস স্টপ/ সারুলিয়া বাজার, মেরুল বাড্ডা / মধ্যবাড্ডা, উত্তর বাড্ডা/ খিলবাড়ীর টেক ইসলামিয়া স্কুল, শাহজাদপুর, সাতারকুল বাজার/ বেরাইদ বাজার, কড়িল বিশ্বরোড / যমুনা ফিউচার পার্ক, আশকোনা বাজার/ আশকোনা মেডিক্যাল কলেজ, নর্দা বাস স্ট্যান্ড সোলমাইদ উচ্চ বিদ্যালয় ভাটারা, খিলক্ষেত বটতলা মসজিদ / খিলক্ষেত রেল গেইট, আজমপুর বাজার উত্তরা/ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনে, উত্তরা ১২ খালপাড় / উত্তরা ১০ নং সেন্ট্রাল মসজিদ, তুরাগ থানার সামনে।

ধউড় কবরস্থান, বাংলাদেশ মেডিক্যাল কলেজ উত্তরা/টিসিবি স্টাফ কোয়ার্টার, কামারপাড়া/ আব্দুল্লাহপুর মাছ বাজার, বাইপাইল বাস স্ট্যান্ড / ফ্যান্টাসী কিংডোম, ইপজেড/ আশুলিয়া বাজার, টংগী স্টেশন রোড/টংগী কাচাঁবাজার।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • ব্যবসা-বাণিজ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি
সরবরাহ ঠিক থাকলে কেউ কারসাজি করতে পারবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি
নারায়ণগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
X
Fresh