• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

ড্যাশবোর্ডে সমস্যা কেন্দ্রীয় ব্যাংকের

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২১, ২২:০২
কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের ড্যাশবোর্ডে ত্রুটির কারণে বৈদেশিক লেনদেনে ধীরগতি দেখা দিয়েছে। এতে আবেদন জমা দেওয়ার পর সময় লাগছে। হার্ডওয়্যার পরিবর্তনের পাশাপাশি অন্য ত্রুটি সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন। চলতি সপ্তাহে সমস্যাটির সমাধান হবে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে বেশ কিছুদিন ধরে সমস্যা চলছিল। তবে গত সপ্তাহের শেষের দিকে তা প্রায় অচল হয়ে পড়ে। এতে ব্যাংকগুলো তথ্য জমা দিতে সমস্যায় পড়ে। আমদানি-রপ্তানি কার্যক্রমে ধীরগতি চলে আসে।

এই ড্যাশবোর্ডের তথ্যের ওপর ভিত্তি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পণ্য ছাড় করে। দেশের বিভিন্ন ব্যাংকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত শাখায় (এডি শাখা) বৈদেশিক লেনদেন তদারকির জন্য চারটি অনলাইন রিপোর্টিং মডিউল এই ড্যাশবোর্ডের মাধ্যমে কার্যকর করা হয়। এগুলো হলো আমদানি, রপ্তানি, অন্তর্মুখী প্রবাসী আয় ও বহির্মুখী প্রবাসী আয়।

এফএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • ব্যাংক-বীমা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীতি সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক, স্মার্ট হার প্রত্যাহার
‘কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারকে কোনো ঋণ দেওয়া হচ্ছে না’
ঋণখেলাপি ধরতে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
ঋণ খেলাপি প্রার্থী শনাক্তে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh