• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফল আমদানিতে চীনের বিকল্পের সন্ধান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৬
ফল আমদানিতে চীনের বিকল্পের সন্ধান
ফাইল ছবি

করোনাভাইরাস ছড়িয়ে পড়া চীন থেকে ফল আমদানিতে ব্যবসায়ীদের নিরুৎসাহিত করছে সরকার। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আমদানিকারকদের অনুরোধ করব, চায়না থেকে এ মুহূর্তে ফল আমদানিতে ডিসকারেজ করব, যদিও ফলের মাধ্যমে এ ভাইরাস আসে না।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফল আমদানিকারকদের সঙ্গে বৈঠক শেষে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

বৈঠক চীনের ফল আমদানি না করলেও আপাতত বাংলাদেশে চাহিদার কোনও সমস্যা হচ্ছে না বলে আশ্বস্ত করেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ফ্রেশফ্রুট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিমুল হক ইসা বলেন, চীনে নববর্ষের ছুটি চলছিল ২০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত, এর আগে যেগুলো এলসি সেগুলো আসছে। বাকিগুলো তারা বন্ধ করে রেখেছে। রোজার মধ্যে সমস্যা হবে না, কারণ আমরা মালদ্বীপ, চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে ফল আমদানি শুরু করেছি।’

কলা, লিচু, আনারসের আন্তর্জাতিক বাজার ধরতে প্রক্রিয়াজাত কারখানা স্থাপনে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা।

এসময় ফল রপ্তানির জন্য প্রক্রিয়াজাত ও প্যাকেজিং কারখানা করার জন্য ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh