Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ৩ কার্তিক ১৪২৮

রোজার আগেই ২ লাখ টন পেঁয়াজ আমদানি হবে: তোফায়েল আহমেদ

রোজার আগেই ২ লাখ টন পেঁয়াজ আমদানি হবে তোফায়েল আহমেদ

আসন্ন রমজানের আগেই চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে দুই লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে। বললেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, চারটি প্রতিষ্ঠান হচ্ছে- সিটি গ্রুপ, এই কোম্পানি আমদানি করবে ৫০ হাজার টন। আর মেঘনা গ্রুপ ৫০ হাজার টন, এস আলম গ্রুপ ৫০ হাজার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করা হবে।

তিনি আরও বলেন, এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানও আমদানি করবে। যদি কোনও সমস্যা হয় তাদের সব ধরনের সহযোগিতা সরকার করবে।

এমকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS