• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশে দারিদ্র্য হার কমেছে: বিবিএস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৯
দেশে দারিদ্রের হার কমেছে বিবিএস
ফাইল ছবি

দেশে দারিদ্র্য ও অতিদারিদ্র্যের হার কমেছে। বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, গত জুন মাসের শেষে দেশের দারিদ্র্য হার সাড়ে ২০ শতাংশে নেমেছে। ২০১৮ সালের জুন মাস শেষে এ হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ।

এম এ মান্নান আরও বলেন, প্রধানমন্ত্রী দারিদ্র্য হার কমানোয় খুশি। দেশের শ্রমিক, কৃষকসহ মেহনতি মানুষের অবদানের কারণে দারিদ্র্য কমেছে।

বিবিএস এর তথ্যমতে, গত জুন শেষে অতি দারিদ্র্য হার নেমেছে সাড়ে ১০ শতাংশে। এক বছর আগে এর হার ছিল ১১ দশমিক ৩ শতাংশ।

বিবিএস ২০১৬ সালের খানা ব্যয় ও আয় জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে এ অনুমিত হিসাব করেছে। বিশ্বব্যাংকের হিসেবে, দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্ট আয় করতে পারলে ওই ব্যক্তিকে দরিদ্র হিসাবে ধরা হয় না।

অতি দারিদ্র্যের হারকেই আন্তর্জাতিক দারিদ্র্যসীমা হিসেবে ধরা হয়। কোনো দেশে এ হার ৩ শতাংশের নিচে নেমে এলে ওই দেশকে ‘দারিদ্র্যমুক্ত দেশ’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) মূল উদ্দেশ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত দেশ হওয়ার লক্ষ্য আছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা
ফের নোয়াবের সভাপতি এ কে আজাদ
প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে একনেক পুনর্গঠন
প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে : পরিকল্পনামন্ত্রী
X
Fresh