আরটিভি অনলাইন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ১৬:৫৫
আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:১৬
আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:১৬
সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ কর: অর্থমন্ত্রী (ভিডিও)
বাজেট পাসের পর সঞ্চয়পত্র নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই সঞ্চয়পত্রে যাদের ৫ লাখ টাকা আছে তাদের ক্ষেত্রে ৫ শতাংশ কর আর এর বেশি যারা রাখবেন তাদের ১০ শতাংশ উৎসে কর দিতে হবে। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সঞ্চয়পত্রে পেনশনভোগীদের কোনো সুবিধা কমানো হয়নি। তারা আগে যেভাবে সুবিধা পেতেন এখনও তাই পাবেন।
অর্থমন্ত্রী বলেন, আমরা সঞ্চয়পত্র করেছি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে সঞ্চয়পত্রের অপব্যবহার হচ্ছে। ধনীরা এ সুবিধা পাচ্ছে। এজন্য শিগগির সঞ্চয়পত্র নিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে পাঁচ লাখের বেশি যাদের বিনিয়োগ তারা ১০ শতাংশ উৎসে কর দেবে। এর নিচে বা ক্ষুদ্র বিনিয়োগকারী ও পেনশনভোগীদের জন্য ৫ শতাংশ উৎসে কর দেবে।
আরো পড়ুন: এমকে
আরো পড়ুন: এমকে