• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাজেট বাস্তবায়ন নিয়ে অর্থনীতিবিদদের সংশয়

জুলহাস কবীর, আরটিভি

  ১৫ জুন ২০১৯, ১৪:৩৬

ভ্যাট আইন বাস্তবায়ণের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিশাল রাজস্ব আদায়ের যে পরিকল্পনা করা হচ্ছে তা কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

অন্যদিকে, ব্যাংকিং খাতে সুশাসন আনাটা খুব জরুরী, তবে চলতি বাজেটে এটির সমাধানে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিবছরের মত এবারও বিশাল অংকের জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী মোস্তাফা কামাল। তবে এবারের এই বাজেট বাস্তাবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

খেলাপী ঋণ আদায়ে সরকার ব্যর্থ হলে ব্যক্তিখাতে ঋণ প্রদান বাধাগ্রস্থ হবে বলে মনে করেন অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

আবার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা জরুরী বলেও মনে করেন তিনি।

অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোকে কিভাবে মূলধন যোগান দেয়া হবে বাজেটে তার কোন দিক নির্দেশনা নেই বলে মন্তব্য করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এই নির্বাহী পরিচালক।

নতুন ভ্যাট আইন বাস্তবায়ন ও রাজস্ব আদায় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh