• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় ও চায়না জুতায় হুমকিতে ভৈরবের পাদুকা পল্লী

ভৈরব প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মে ২০১৯, ১৩:১২

দু চোখে ঘুম নেই ভৈরবের পাদুকা কারিগরদের। আসছে ঈদ উপলক্ষে কারখানাগুলোতে দিনরাত ব্যস্ত সময় পাড় করছেন তারা। সারা বছর কারিগররা এ সময়ের জন্য অপেক্ষা করেন ক্ষতি পুষিয়ে নিয়ে একটু বাড়তি লাভের আশায়। নিপুণ হাতের তৈরি এসব পাদুকার চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জায়গায়।

কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্পের যাত্রা শুরু হয় ১৯৯৫ সাল থেকে। বর্তমানে উপজেলার কমলপুর, শম্ভুপুর, শিবপুর, গজারিয়া ও কালিকাপ্রসাদে প্রায় ১০ হাজারের অধিক কারখানায়, অন্তত ৬০ হাজার পাদুকা কারিগররা কাজ করছেন। ঈদকে সামনে রেখে এসব কারখানায় বেড়েছে কাজের চাপ।

এ শিল্পের সাথে জড়িতরা জানান, ইন্ডিয়ান ও চায়না পাদুকার আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ শিল্প।

ভৈরব পাদুকা কারখানা মালিক সমিতির সহ-সভাপতি শের মো. সোহরাব আলী বলেন, ভৈরবে পাদুকাপল্লী এখন দেশের জুতার চাহিদা মেটাচ্ছে। বিশেষ করে ঈদ এলেই এই চাহিদা অনেক গুণ বেড়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা এ খাতের সঙ্গে অর্ধ লাখের বেশি মানুষ জড়িত। কিন্তু ভারতীয় ও চায়না জুতায় আজ দেশের এই শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশীয় এ শিল্প রক্ষায় সরকারের সুদৃষ্টি চান সংশ্লিষ্টরা।

এস/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে বোরো ধানের বাম্পার ফলন, শঙ্কায় কৃষক
আহির ভৈরব রাগে বাঁশির সুরে বর্ষবরণ শুরু রমনার বটমূলে 
ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫
পুলিশসহ নিখোঁজ ৬, নিহত ১
X
Fresh