logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬

হিলিতে হঠাৎ চড়া ভারতীয় পেঁয়াজ

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৬ মে ২০১৯, ১১:৩০ | আপডেট : ২৬ মে ২০১৯, ১১:৫৮
হিলি স্থলবন্দরে হঠাৎ করে বেড়েছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা।

whirpool
গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয় প্রকারভেদে ১০ থেকে ১১ টাকা, সেই পেঁয়াজ প্রকারভেদে এখন বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকা।

হিলি স্থলবন্দর পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, চাহিদার তুলনায় পেঁয়াজের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। এছাড়া রমজান ও ঈদ আমদানি করা পেঁয়াজের বাজারে প্রভাব ফেলছে।

কাস্টমস্ সুত্র জানিয়েছে, গত সাত কর্ম দিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৩৩ ট্রাকে ৩৫০০

মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও গতকাল শনিবার সপ্তাহের প্রথম কর্ম দিবসে ৩১ ট্রাকে ৭৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা আরটিভি অনলাইনকে জানান, হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে কিছুটা বিপাকে পরতে হচ্ছে। তারপরেও বাজারে চাহিদা থাকার জন্য পেঁয়াজ কিনতে হচ্ছে।

এস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়