logo
  • ঢাকা রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

ঈদে টানা ৯ দিন বন্ধ পুঁজিবাজার

আরটিভি অনলাইন ডেস্ক
|  ২৫ মে ২০১৯, ১৭:৫২
ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ৯ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার।

bestelectronics
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল ফিতরে সরকারি ছুটি থাকবে ৪ থেকে ৮ জুন। এর আগে শবে কদরের কারণে ২ জুন ছুটি থাকবে। তার আগে ৩১ মে ও ১ জুন শুক্রবার ও শনিবার সরকারি বন্ধ থাকবে।

এরমধ্যে শুধু ৩ জুন কোনও বন্ধ নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ৩১ মে থেকে ৮ জুন পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

উল্লেখ্য, আগামী ৫ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরা হয়েছে। 

এস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়