• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

এবার চীনের গুয়াংজু, মদিনায় যাবে বিমান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০১৯, ১৩:৫৩
ফাইল ছবি

কয়েক দফা ঘোষণার পরও চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর গুয়াংজুতে ফ্লাইট চালু করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অবশেষে সেই প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আগামী জুলাই মাসে এই বাণিজ্যিক শহরে সরাসরি ফ্লাইট চালু করছে এয়ারলাইন্সটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই রুটে ফ্লাইট চালু হলে বাণিজ্যিকভাবে বাংলাদেশ উপকৃত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ব্যবসা-বাণিজ্য বা পর্যটন সব প্রশ্নেই বাংলাদেশের কাছে চীনের বাণিজ্যিক শহর গুয়াংজু এখন গুরুত্বপূর্ণ এক গন্তব্য।

যেখানে পোশাক শিল্পসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীদের নিয়মিত যাওয়া-আসা। বছরে অন্ততঃ এক হাজার কোটি মার্কিন ডলারের পণ্য আসে চীন থেকে। যার বেশিরভাগই আবার গুয়াংজু থেকে। তাই ঢাকা-গুয়াংজু রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবিও অনেকদিনের।

তবে দীর্ঘদিনের প্রস্তুতি আর কয়েক দফা ঘোষণার মধ্যেই আটকে আছে, বিমানের ফ্লাইট চালুর কার্যক্রম।

শাকিল মেরাজ বলেন, এই ফ্লাইট পরিচালনার জন্য আমরা চীন সরকারের কাছে আবেদন করেছিলাম। আমরা সেই অনুমোদন পেয়েছি। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আমরা ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আগামী ২৭ অক্টোবর থেকে ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছি।

গতকাল সোমবার ঢাকা-দিল্লি-ঢাকা রুটে ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে বর্তমানে ১৬টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি। গুয়াংজু ও মদিনায় ফ্লাইট চালু হলে এ সংখ্যা দাঁড়াবে ১৮টিতে।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিঙ্গাপুরগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনি: নিহত ১, আহত ৩০
সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী
'ভারত-চীনকে যুক্ত করতে পারলেই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব'
X
Fresh