• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দুই কিলোমিটার দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০১৯, ১১:০৩
ফাইল ছবি

দ্রুতগতিতে এগুচ্ছে পদ্মা সেতু নির্মাণের কাজ। এরইমধ্যে সেতুর ১২টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার পদ্মার বুকে বসানো হচ্ছে আরও একটি স্প্যান।

এটি হবে পদ্মা সেতুর ১৩তম স্প্যান। এই স্প্যান বসানো হলে সেতুর ১৯৫০ মিটার বা প্রায় ২ কিলোমিটার দৃশ্যমান হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ১৫০ ফুট দৈর্ঘ্যের '৩-বি' নম্বরের স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হবে। এখন চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ।

স্প্যানটিকে বর্তমানে মাওয়া প্রান্তের কুমারভোগ কনস্ট্রাকশনের স্টেক ইয়ার্ডে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে ৩৬০০ টন ওজন ক্ষমতার শক্তিশালী ক্রেনবাহী ভাসমান জাহাজ 'তিয়ান-ই' স্প্যানটিকে খুঁটির কাছে নিয়ে যাবে।

সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। এরপরই মাথা তুলবে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু।

চলতি মাসের শেষদিকে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান (১৪তম) বসানোর পরিকল্পনা রয়েছে। এর আগে গত ৬ মে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝামাঝি স্থানে ২০ ও ২১ নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে ১২তম স্প্যান।

এস/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh