logo
  • ঢাকা বুধবার, ০৩ জুন ২০২০, ২০ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৭ জন, আক্রান্ত ২৯১১ জন, সুস্থ হয়েছেন ৫২৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

এক হচ্ছে গ্রামীণফোন ও রবির মূল কোম্পানি

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৬ মে ২০১৯, ১৩:৩২ | আপডেট : ০৬ মে ২০১৯, ১৪:২৯
বাংলাদেশের গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর ও রবির মূল কোম্পানি আজিয়াটা এক হতে যাচ্ছে। এশিয়ায় মোবাইল ফোন অপারেটর খাতে নেতৃত্ব দেয়া এই দুই কোম্পানি বিষয়টি নিয়ে আলোচনা করছে।

টেলিনর সূত্রে জানা গেছে, এশিয়ার বাজারে তারা একীভূত হতে যাচ্ছে।

ভৌগোলিক অবস্থান হিসেবে মালয়েশিয়া ও নরওয়ে ভিত্তিক কোম্পানি দুটি এশিয়ায় বড় বাজার দখল করে আছে। তবে কিছু দেশে আজিয়াটার ব্যবসা থাকলেও টেলিনরের নেই।

কোম্পানি দুটি এক হলে সেসব দেশেও টেলিনর ব্যবসা শুরু করবে। এতে করে এশিয়ার অন্তত ৯টি দেশের টেলিকম ব্যবসা তাদের দখলে চলে যাবে।

এশিয়ার মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ ও পাকিস্তানে ব্যবসা রয়েছে টেলিনর ও আজিয়াটার। তবে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় আজিয়াটা থাকলেও এসব দেশে টেলিনর তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারেনি।

একীভূত হলে টেলিনরের হাতে থাকবে ৫৬ দশমিক ৫ শতাংশ শেয়ার। আজিয়াটার দখলে থাকবে ৪৩ দশমিক ৫ শতাংশ শেয়ার।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এই চুক্তি সম্পন্ন হতে পারে।

এস/সি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫২৪৪৫ ১১১২০ ৭০৯
বিশ্ব ৬৩৯৯৫২৩ ২৯৩০০৮৭ ৩৭৮০৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অর্থনীতি এর সর্বশেষ
  • অর্থনীতি এর পাঠক প্রিয়