• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

২২ এপ্রিল ব্যাংকে ছুটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ এপ্রিল ২০১৯, ১৩:৩৬
ফাইল ছবি

পবিত্র শব-ই বরাত উপলক্ষে আগামী ২২ এপ্রিল (সোমবার) দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়,ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে শব-ই বরাত উপলক্ষে ২১ এপ্রিল রোববারের পরিবর্তে ২২ এপ্রিল সোমবার বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে,পবিত্র শবে বরাত উপলক্ষে আগামী ২২ এপ্রিল (সোমবার) সরকারি ছুটি পালিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শাহীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,ধর্ম মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে পূর্ব ঘোষিত ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলো।

নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
X
Fresh