• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ বিশ্বের ৫টি ক্রমবর্ধমান অর্থনীতির শীর্ষে: বিশ্বব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৯, ১৩:৫৬
বক্তব্য রাখছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর রবার্ট জে শোম

অর্থনীতিতে দ্রুত বেগে এগুচ্ছে বাংলাদেশ। এখন বিশ্বের পাঁচটি ক্রমবর্ধমান অর্থনীতির শীর্ষে রয়েছে দেশটি। জানিয়েছে বিশ্ব দাতা সংস্থা বিশ্বব্যাংক।

আজ রাজধানীতে ‘দ্য বাংলাদেশ ডিভেলপমেন্ট আপডেট এপ্রিল ২০১৯: টুওয়ার্ডস রেগুরেটরি প্রিডিকটেবিলিটি’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।

তালিকায় অপর চারটি ক্রমবর্ধমান অর্থনীতির দেশ হলো: ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান এবং ভারত।

তবে তালিকায় বাংলাদেশের সঙ্গে রয়েছে জিবুতি, আইভরি কোস্ট এবং ঘানার নামও।

বিশ্বব্যাংক বলেছে, এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৩ শতাংশ।

সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

তিনি ব্যাংক খাতে শঙ্কার কথা উল্লেখ করে বলেন, খেলাপি ঋণ বাড়লে ব্যাংক মূলধন ঘাটতিতে পড়ে। এতে ঘূর্ণিঝড় নয়, মেঘ ঘনীভূত হবে।

প্রতিবেদনে প্রবৃদ্ধি টেকসই রাখতে সংস্কারের ধারাবাহিকতা অব্যাহত রাখার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি মনে করে, ব্যাংক খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম দুর্বল খাত।

বিশ্বব্যাংকের পরামর্শ, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। রাজস্ব আদায়ে জোর দিতে হবে।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
X
Fresh