• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্যাপক মূল্যছাড়ে দারাজে শুরু হলো বৈশাখী মেলা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ এপ্রিল ২০১৯, ১২:১৯

কোটি বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে ঘিরে সর্ববৃহৎ অনলাইন শপ দারাজ বাংলাদেশ(Daraz.com.bd) চতুর্থ বারের মতো আয়োজন করেছে দারাজ বৈশাখী মেলা (১৪২৬)। বিশেষ এই অনলাইন উৎসবটি চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।

গত ২৮শে মার্চ থেকে এই মেলা শুরু হয়েছে। যেখানে আকর্ষণীয় সব ভাউচার ছাড়াও থাকছে মিস্ট্রি বক্স, দৈনিক ফ্ল্যাশ সেল, গ্লোবাল কালেকশনসহ আরও মন মাতানো সব বৈশাখী ডিল।

উৎসবটিতে দারাজের সাথে পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, লঙ্কা বাংলা ব্যাংক, সিটি ব্যাংক ও বিকাশ। ক্রেতাদের কেনাকাটার সুবিধার কথা মাথায় রেখে দারাজ(daraz.com.bd) অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ব্যাংক ডিসকাউন্ট এবং বিকাশ ক্যাশব্যাক অফার।

দারাজ পহেলা বৈশাখ ক্যাম্পেইনে লঙ্কা বাংলা ভিসা ও মাস্টার কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনেদেনে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় এবং সিটি ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ডে ১০শতাংশ পর্যন্ত অতিরিক্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।

এছাড়া দারাজে ২৭শে মার্চ থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ২০শতাংশ (প্রতি কাস্টমার সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত, প্রতি লেনদেন ৫০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক সুবিধা।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দিচ্ছে দারাজ 
ঢাকায় নিয়োগ দেবে দারাজ, নেবে ১০০ জন 
সরকারের ভর্তুকিতে কুয়েতে মূল্যছাড়ের প্রতিযোগিতা
X
Fresh