• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বর্ণে বর্ণে দেশের ইতিহাস জানাবে গুডলাক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৯, ১৫:৫১
বর্ণে বর্ণে দেশের ইতিহাস জানাবে গুডলাক

বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানাতে গুডলাক স্টেশনারি নিয়েছে অভিনব উদ্যোগ। যে বর্ণ আমাদের জ্বলে উঠতে শিখিয়েছিল সেই বর্ণকে প্রাণবন্ত করে তুলেছে গুডলাক। এক অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন বাংলার ভাষা, ইতিহাস ও সংস্কৃতি।তাও আবার বর্ণে বর্ণে।

আপনার বয়স কত সেটা কোনও বিষয় নয়, বিষয় হচ্ছে আপনার আগ্রহ আর হাতের ক্লিক।

অ্যাপটি দিয়ে হাতে লেখা কিংবা ছাপানো অথবা ভার্চুয়াল যে কোন ফন্টের বাংলা বর্ণ স্ক্যান করলেই আপনি জানতে পারবেন বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত আপনার অস্তিত্বের অমর ইতিহাস।

এটিই প্রথম আরএফএলের গুডলাক স্টেশনারির ডিজিটাল পণ্য।

ইতিহাস জানার আগে:

আপনি অ্যাপস্টোর বা গুগল প্লে স্টোরে গুডলাক লিখে সার্চ দিলেই অ্যাপটি খুঁজে পাবেন। এরপর অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন।

অ্যাপে প্রবেশ করলে আপনি ১৯৫২, ১৯৬৯ এবং ১৯৭১ সাল সম্পর্কিত সব ধরনের তথ্য পাবেন। অ্যাপে গিয়ে বর্ণমালায় ক্লিক করলে এটি সব ধরনের সম্ভাব্য সংশ্লিষ্ট টপিক দেখাবে।

এরপর আপনাকে টপিকে ক্লিক করতে হবে, যা আপনাকে ওই স্টোরির ইতিহাস সম্পর্কে দেখাবে।

অ্যাপটির নির্মাতারা জানিয়েছেন, এটি মানুষকে ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে।অ্যাপে সংযোজিত অডিও বাটনে ক্লিক করেও আপনি স্টোরি শুনতে পারবেন।

অ্যাপ ডাউনলোড করতে কোনও চার্জ লাগবে না।

অ্যাপটি ডাউনলোড করে আপনার ক্যামেরার এ্যক্সেস দিয়ে চালু করতে পারেন।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
২৫ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাস গড়লেন বাঁধন
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
X
Fresh