• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা বাইক শো-তে বেস্ট প্যাভিলিয়ন অ্যাওয়ার্ড জিতলো ইয়ামাহা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ মার্চ ২০১৯, ১৭:৪৮

এসিআই মটরস হলো এসিআই লিমিটেড এর সাবসিডিয়ারি এবং বাংলাদেশে ইয়ামাহার একমাত্র টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। বর্তমানে দেশব্যাপী রয়েছে এর শক্তিশালী থ্রিএস ডিলার নেটওয়ার্ক।

গত ১৪ থেকে ১৬ মার্চ, ২০১৯ আইসিসিবি-তে অনুষ্ঠিত হয়ে গেলো ৫ম ঢাকা বাইক শো ২০১৯। যেখানে চোখ ধাঁধানো আয়োজন নিয়ে হাজির হয় এসিআই মটরস- ইয়ামাহা।

ডিসপ্লে এবং অ্যাক্টিভিটি দুইভাগে সাজানো নানা আয়োজনেই প্রথমবারের মতো ইয়ামাহার আপকামিং নতুন মডেলের টাচ অ্যান্ড ফিল এক্সপেরিয়েন্স নিতে পেরেছেন বাইকার এবং ক্রেতারা।

পাশাপাশি ইয়ামাহা রাইডিং একাডেমির এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্পেশাল স্কিলড রাইডিং ট্রেনি; যা জাপান থেকে আগত ট্রেইনার দ্বারা পরিচালিত হয়েছে।

স্পোর্টস, টুরিং, অফ রোড, স্টাইল ও পাওয়ার এবং স্কুটার এই পাঁচটি ভিন্ন সেগমেন্ট এর বাইক নিয়ে সাজানো এই আয়োজন নজর কেড়েছে সব বাইকপ্রেমিরই। শেষদিনে বাইক বিডি ও সেমস গ্লোবাল আয়োজিত বাইক শো অ্যাওয়ার্ড সার্ভে-তে কাস্টমার ভোটিং এ বেস্ট প্যাভিলিয়নের অ্যাওয়ার্ড জিতে নেয় ইয়ামাহা প্যাভিলিয়ন।

গ্রাফিক্স ওয়ার্ক, নতুন মডেলের বাইক প্রদর্শনী এবং আথিতিয়তা সব মিলেই ইয়ামাহার প্যাভিলিয়ন ছাড়িয়ে গেছে অন্যদের।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১
রাজধানীতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিমি
বাস-প্রাইভেট কারের সর্বোচ্চ গতি ৮০, শহরে মোটরসাইকেল-থ্রি হুইলার ৩০
X
Fresh