• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

উন্নয়নশীল হয়েছি, উন্নত দেশের কাতারে যেতে হবে: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০১৯, ১১:৪৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি

জনগণ ভোটের মাধ্যমে সরকারের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার মর্যাদা ধরে রাখার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, আমরা উন্নয়নশীল দেশের এর মর্যাদা লাভ করেছি। এখন উন্নত দেশের কাতারে যেতে হবে। এজন্য উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এসব কথা বলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই প্রথম একনেক বৈঠক। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, চলমান প্রকল্পগুলোর কাজের গতি ধরে রাখতে হবে, তবে অবশ্যই কাজের মান নিশ্চিত করতে হবে। এজন্য কাজে নজরদারিও বাড়াতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য অর্জন করতে হবে। অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে এবং আরও বাড়াতে হবে। আর এজন্য প্রকল্প বাছাই ও বাস্তবায়নে যত্নবান হতে হবে। এভাবেই উন্নয়নের পথে যাবো।

জনগণ যে গুরু দায়িত্ব দিয়েছে সেই বিশ্বাসের সম্মান রাখবেন জানিয়ে শেখ হাসিনা বলেন, তৃণমূলের প্রতিটি মানুষের জীবনমান ও ভাগ্য যেন উন্নত হয়, তারা উন্নয়নের সুফল পায় সেটি নিশ্চিত করতে হবে।

সবাই মিলে কাজ করে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতাও চান প্রধানমন্ত্রী।

বৈঠকে মোট নয়টি প্রকল্পের প্রস্তাব উঠছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য ইউএনডিপি’র বড় তহবিল গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চান প্রধানমন্ত্রী
সিরিজ জয়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন 
বঙ্গবন্ধু ভাবতেই পারেননি বাঙালিরা তাকে হত্যা করবে : প্রধানমন্ত্রী
X
Fresh