• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

'বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়ন' নিয়ে সব বয়সের দর্শনার্থীদের আগ্রহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৯, ২৩:১২

আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি করা হয়েছে 'বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়ন'। যেখানে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশের পথ পরিক্রমা। আর এ প্যাভিলিয়ন ঘিরে সব বয়সের দর্শনার্থীদের বেশ আগ্রহ দেখা গেছে।

মেলার মূল প্রবেশপথ পার হয়ে সোজা মাঝামাঝি গেলেই ডান পাশে চোখে পড়বে প্যাভিলিয়নটি। যার দেয়ালজুড়ে নানা তথ্য আর ছবিতে ফুটে উঠেছে অদম্য এক দেশের ইতিহাস আর তার স্থপতির কথা।

প্যাভিলিয়নের প্রবেশ মুখেই রয়েছে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য। বঙ্গবন্ধুর এ ভাস্কর্য পায়জামা-পাঞ্জাবি আর চিরচেনা ‘মুজিব কোট’ পরিহিত। সেটি দর্শনার্থীদের মনে করিয়ে দেয় ৭ই মার্চের সেই কালজয়ী ভাষণের কথা। আর সঙ্গে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাড়ি পরিহিত একটি ভাস্কর্য। শুধু তাই নয় ভাসতে দেখা যায় কয়েকটি নৌকা।