• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৫০০ কোটি টাকার বন্ড ছাড়ছে ইস্টার্ণ ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮

বন্ড ছাড়ছে বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড। এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে ব্যাংকটি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় ব্যাংকটিকে বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বন্ডটির মেয়াদ হবে সাত বছর। মেয়াদ শেষে এটি পুরোপুরি অবসায়িত হবে। এ বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে এক কোটি টাকা।

শুধু আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, বিদেশি উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের করপোরেট প্রতিষ্ঠান এই বন্ড কিনতে পারবে। ইস্টার্ন ব্যাংক প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রি করবে।

এটির সুদহার হবে বাজারভিত্তিক। ফলে সময়ে সময়ে এটি পরিবর্তিত হবে।

বিএসইসি আরও জানিয়েছে, বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থে ইস্টার্ণ ব্যাংক তাদের মূলধন শক্তিশালী করবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
X
Fresh