logo
  • ঢাকা রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

জাতীয় রপ্তানি ট্রফি পেলো বেঙ্গল প্লাস্টিকসহ ৫৬ প্রতিষ্ঠান

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৫ | আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:১৫
আগামীতে ক্ষমতায় যেই আসুক দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন সরকারের নেয়া নীতিমালার কারণে উন্নয়ন অব্যহত থাকবে।

bestelectronics
পণ্য বহুমুখীকরণ ও নতুন বাজার তৈরির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতিকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে, জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাক শিল্প। এছাড়া ওষুধ, চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য এবং প্লাস্টিকসহ রপ্তানি খাত থেকে ২০১৭-১৮ অর্থবছরে আয় হয়েছে ৩৬ দশমিক ছয় সাত বিলিয়ন ডলার। সরকারের লক্ষ্য, ২০২১ সাল নাগাদ এটি ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করা।

২০১৫-১৬ অর্থবছরে রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য ২৪টি পণ্য ও সেবাখাতের ৫৬টি প্রতিষ্ঠান জাতীয় রপ্তানি ট্রফি পেলো। প্লাস্টিকজাত পণ্য রপ্তানিতে অবদান রাখায় বেঙ্গল প্লাস্টিককে দেয়া হয়েছে রৌপ্য ট্রফি।

বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দীনের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফটওয়ার খাতে সার্ভিস ইঞ্জিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দীন মনেমকে স্বর্ণ ও পোশাক খাতে ফোর এইচ গ্রুপের গওহর এইচ জামিলকে রৌপ্য ট্রফি দেয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা সহজ করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার।

তিনি বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে ২০২৪ সালের পর কিছু সুযোগ সুবিধা হারালেও, সরকারের নেয়া নীতির কারণে রপ্তানি প্রবৃদ্ধি বাড়বে, অব্যাহত থাকবে দেশের উন্নয়ন।

এসময় উন্নত দেশের সাথে তাল মিলিয়ে, মাথা উঁচু করে চলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন  :

এসআর

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়